মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২৪ জানুয়ারী ২০২১ :
নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, নওগাঁয় পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আশা করা হচ্ছে আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
তিনি বলেন, ‘সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহণের স্বার্থে যা যা করার দরকার, তা করা হবে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবেই নির্দেশ দেওয়া আছে।’
কবিতা খানম বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমার কাছে যেটুকু খবর এসেছে এবং প্রার্থীদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। কয়েক দিন আগে নওগাঁ পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর ওপর হামলার খবর আমার কাছে আসে। সঙ্গে সঙ্গে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। ওই ঘটনায় মামলা হয়েছে। এখন ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আশা করছি, ভোটের দিন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে।’
কবিতা খানম আরও বলেন, ‘এই জেলায় আমার জন্ম। এখানে এমন কোনো নির্বাচন চাই না, যেটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের নমুনা হয়ে থাকুক। ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে নওগাঁ সদর ও ধামইরহাট পৌরসভা নির্বাচনে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ যেন নষ্ট না হয়, এই নির্দেশনা কমিশন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকবে।’
রোববার (২৪ জানুয়ারী) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথাগুলো বলেন।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, ১৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির, ১৪-বিজির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, নির্বাচন কর্মকর্তা রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচন কমিশনার নওগাঁ পৌরসভার ৫ মেয়র প্রার্থী, ধামইরহাট পৌরসভার ৩ জন মেয়র প্রার্থী ওপ্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন।#