মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ২৩ জানুয়ারী ২০২১ :
নওগাঁর রাণীনগর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ৯০টি পরিবার পেলেন তাদের স্বপ্নের ঠিকানা। মুজিববর্ষ উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশব্যাপী ৬৬ হাজার ১ শত ৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এদিন সকালে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এই উপজেলার ৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসাবে ভূমি ও গৃহ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান জারজিস হাসান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ইকরামুল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, রাণীনগর থানার ইন্সপেক্টও (তদন্ত) তারিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।#