মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ২২ জানুয়ারী ২০২১ :
নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহাকে বিজয়ী করতে শুক্রবার (২২ জানুয়ারী) ৯নং ওয়ার্ডে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহার নেতৃত্বে নৌকা মার্কার গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।
প্রচন্ড শীত উপেক্ষা করে তার নেতৃত্বে প্রতিদিন কোননা কোন ওয়ার্ডে চলছে প্রচারণা।
প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোছা: চাঁদ সুলতানা পারভীন, ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা: রেশমা, শিরিন আক্তার, হিরা, ঝর্ণা জেসমিন প্রমুখ।#