মহাদেবপুর দর্পণ, আতাউর শাহ, নওগাঁ, ২২ জানুয়ারী ২০২১ :
শুক্রবার (২২ জানুয়ারী) বিকেলে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর মাদার মোল্লাহাটে হাসকিন মিলের চাতালে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন সোনার বাংলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শতাধিক দু:স্থের মধ্যে কম্বল বিতরণ করেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম নুরনবি বাবলু, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আলমগীর ও সাধারণ সম্পাদক খুরশেদ আলম রুবেল এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলহাজ্ব মোখলেছুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি এস এম রাশেদুন্নবী সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মানিক উদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সদস্য সোয়ান, ডলার, শুভ, সবুজ, সুমন, মনিরুজ্জামান তপু প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু অনুষ্ঠান সঞ্চালনা করেন।#