মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২১ :
নওগাঁর ধামইরহাটে মুজিব বর্ষে ১৫০ গৃহহীন পরিবার পাচ্ছেন স্বপ্নের বাড়ি। উপজেলার ৬টি স্থানে এ প্রকল্পের মাধ্যমে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর জন্য মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মানপুর গ্রামে ৩৯টি, আগ্রাদ্বিগুনের কাশিপুর ৩৫টি, রসপুর ১০টি, উদয়শ্রী বেল পুকুর গ্রামে ১৪টি, জোতওসমান কাগজকুঠা গ্রামে ১৪টি এবং বৈদ্যবাটি গ্রামে ৩৮টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রত্যেক গৃহ নির্মাণের জন্য ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। প্রতিটি সেমি পাকা গৃহে থাকবে সংযুক্ত টয়লেট, রান্নাঘরসহ বারান্দা।
উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের ভূমিহীন অসহায় পুতুল মুরমু বলেন, নিজেদের কোন জায়গা জমি না থাকায় অন্যের জায়গায় কোন রকমে কুটরি ঘরে বসবাস করছি। মুজিব বর্ষে সরকারের পক্ষ থেকে মানপুর গ্রামে পাকা ঘর পেয়ে আমাদের মাথা গোজার ঠাঁই হয়েছে। আমার একটি নিজস্ব বাড়ি হবে তা কোন দিন স্বপ্নেও ভাবিনি।
খেলনা ইউনিয়নের দেবীপুর গ্রামের ভূমিহীন হেলাল হোসেন বলেন, আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর গ্রামে সেমি পাকা দুইকক্ষ বিশিষ্ট বাড়ি পেয়ে খুবই উপকৃত হয়েছি। এখন পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতে সুখে শান্তিতে থাকবো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক এসব গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। পাঁচ সদস্য বিশিষ্ট উপজেলা আশ্রয়ন প্রকল্প-২ কমিটির বাস্তবায়নে এ কাজ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, উপজেলার ৬টি খাস জমি উদ্ধার করে এসব গৃহ নির্মাণ করা হয়েছে। উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার খুঁজে বের করে তাদের নামে এসব গৃহ বরাদ্দ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হবে।#