মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ২০১১৯ :
নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র সামাজিক উদ্যোগের আগামী ২০২০ সালের মধ্যে নওগাঁ সদর উপজেলাকে বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে শতভাগ মানুষকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গৃহীত কার্যক্রমের আওতায় শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের ভীমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী স্কুল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
হাঁসাইগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সুইট এতে প্রধান অতিথি এবং সোসাইটির ডিজিএম মুকুল হোসেন, নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন ও প্রধান শিক্ষক অহিদুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলেফ উদ্দিন প্রামানিক এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে, এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুর রশিদ, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কার্যক্রমের সমন্বয়কারী সুমাইয়া আকতার সুমি, ছবিলা আকতার ছবি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০ জন শিক্ষক, ২৮৭ জন ছাত্রী, ১৬ জন গণ্যমান্য ব্যক্তি, ৫ জন ইউপি সদস্য এবং ১৫ জন অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। #