নওগাঁ ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে ফসলী জমিতে পুকুর খননের সময় ইউএনও’র অভিযান<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৬ জানুয়ারী ২০২১ :

শনিবার (১৬ জানুয়ারী) দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আল মামুন উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া দক্ষিণ পাড়া গ্রামে ফসলী জমির মাটি কেটে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: মোস্তফা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলী জমির মাটি কেটে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে ইউএনও সরেজমিনে সেখানে গেলে মেশিন ফেলে লোকজন পালিয়ে যায়।

ইউএনও জানান, ভেকু মেশিনের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।#

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ফসলী জমিতে পুকুর খননের সময় ইউএনও’র অভিযান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৬ জানুয়ারী ২০২১ :

শনিবার (১৬ জানুয়ারী) দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আল মামুন উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া দক্ষিণ পাড়া গ্রামে ফসলী জমির মাটি কেটে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: মোস্তফা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলী জমির মাটি কেটে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে ইউএনও সরেজমিনে সেখানে গেলে মেশিন ফেলে লোকজন পালিয়ে যায়।

ইউএনও জানান, ভেকু মেশিনের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।#