নওগাঁ ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

জনদূর্ভোগ : বদলগাছীর বিষ্ণুপুরে পাকা ব্রিজ নির্মাণের দাবি<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ১৫ জানুয়ারী ২০২১ :

নওগাঁর বদলগাছী-আক্কেলপুর পাকা সড়কের বিষ্ণুপুরে মান্ধাতা আমলে নির্মিত দূর্বল বেইলি ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গতবছর ২৪ ডিসেম্বও ব্রিজটির পাটাতন ভেঙ্গে গেলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এবিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়সারাভাবে ব্রিজটি মেরামত করে। ভাঙ্গা স্থানে আরো দূর্বল ষ্টিলের পাত ব্যবহার করায় যেকোন সময় আবারও দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।

বিষ্ণুপুর গ্রামের শিক্ষক আবু সাইদ রিপু, ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন মূসা প্রমুখ জানান, বেইলি ব্রিজের ভেঙ্গে যাওয়া স্টিলের পাত পরিবর্তন করে আবারও পুরাতন ১ টি স্টিলের পাত সংযুক্ত করে সংস্কার করা হয়েছে। তা আবার বেঁকে যাচ্ছে। ঝুঁকি এখনও কাটেনি।

তারা জানান, সড়কটি নওগাঁ, জয়পুরহাটসহ বগুড়া জেলার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। তার পরেও সরু নরবড়ে এই বেইলি ব্রিজে প্রায় সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে যুগ যুগ পেরিয়ে গেলেও এখানে নতুন ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একদিকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ তার উপর অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় বেইলি ব্রিজ ভারসাম্য হারিয়েছে।

এই উপজেলা কৃষি প্রধান এলাকা। উপজেলার হাট বাজারগুলোতে প্রতিদিন কয়েক হাজার মণ সবজি কেনাবেচা হচ্ছে। যোগাযোগ ব্যাবস্থা ভালো না হওয়ায় কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছেন না জন্য সঠিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীর দাবি পুরাতন বেইলি ব্রিজ তুলে ফেলে সেখানে নতুন ব্রিজ নির্মাণের।

জানতে চাইলে, নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ বলেন, ‘নওগাঁ জেলার মধ্যে এখন একটি মাত্র বেইলি ব্রিজ রয়েছে। বিষয়টি উপরে অবগত করানো হয়েছে। সেখানে যাতে একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ করা যায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে’।#

আপলোডকারীর তথ্য

জনদূর্ভোগ : বদলগাছীর বিষ্ণুপুরে পাকা ব্রিজ নির্মাণের দাবি<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১

মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ১৫ জানুয়ারী ২০২১ :

নওগাঁর বদলগাছী-আক্কেলপুর পাকা সড়কের বিষ্ণুপুরে মান্ধাতা আমলে নির্মিত দূর্বল বেইলি ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গতবছর ২৪ ডিসেম্বও ব্রিজটির পাটাতন ভেঙ্গে গেলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এবিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়সারাভাবে ব্রিজটি মেরামত করে। ভাঙ্গা স্থানে আরো দূর্বল ষ্টিলের পাত ব্যবহার করায় যেকোন সময় আবারও দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।

বিষ্ণুপুর গ্রামের শিক্ষক আবু সাইদ রিপু, ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন মূসা প্রমুখ জানান, বেইলি ব্রিজের ভেঙ্গে যাওয়া স্টিলের পাত পরিবর্তন করে আবারও পুরাতন ১ টি স্টিলের পাত সংযুক্ত করে সংস্কার করা হয়েছে। তা আবার বেঁকে যাচ্ছে। ঝুঁকি এখনও কাটেনি।

তারা জানান, সড়কটি নওগাঁ, জয়পুরহাটসহ বগুড়া জেলার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। তার পরেও সরু নরবড়ে এই বেইলি ব্রিজে প্রায় সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে যুগ যুগ পেরিয়ে গেলেও এখানে নতুন ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একদিকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ তার উপর অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় বেইলি ব্রিজ ভারসাম্য হারিয়েছে।

এই উপজেলা কৃষি প্রধান এলাকা। উপজেলার হাট বাজারগুলোতে প্রতিদিন কয়েক হাজার মণ সবজি কেনাবেচা হচ্ছে। যোগাযোগ ব্যাবস্থা ভালো না হওয়ায় কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছেন না জন্য সঠিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীর দাবি পুরাতন বেইলি ব্রিজ তুলে ফেলে সেখানে নতুন ব্রিজ নির্মাণের।

জানতে চাইলে, নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ বলেন, ‘নওগাঁ জেলার মধ্যে এখন একটি মাত্র বেইলি ব্রিজ রয়েছে। বিষয়টি উপরে অবগত করানো হয়েছে। সেখানে যাতে একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ করা যায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে’।#