নওগাঁ ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে ডেল্টালাইফ ইনসুরেন্সের মৃত্যু দাবির চেক বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৪ জানুয়ারী ২০২১ :

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর বদলগাছীতে ডেল্টালাইফ ইনসুরেন্স কোম্পানীর অফিসে মৃত্যু দাবির চেক বিতরণের আয়োজন করা হয়।

কোম্পানীর শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন জানান, তাদের মাঠ কর্মকর্তা মোজাফ্ফর হোসেন চাকরিরত অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টায় মৃত্যুবরণ করেন। তিনি কোম্পানীর নিয়মানুযায়ী গ্রুপ বীমার আওতায় ছিলেন।

তার মৃত্যুর সাথে সাথেই তার নমিনি স্ত্রী আনোয়ারা বেগমের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। শাখার হিসাব কর্মকর্তা পলাশ হোসেন এসময় তার সঙ্গে ছিলেন।#

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে ডেল্টালাইফ ইনসুরেন্সের মৃত্যু দাবির চেক বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৪ জানুয়ারী ২০২১ :

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর বদলগাছীতে ডেল্টালাইফ ইনসুরেন্স কোম্পানীর অফিসে মৃত্যু দাবির চেক বিতরণের আয়োজন করা হয়।

কোম্পানীর শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন জানান, তাদের মাঠ কর্মকর্তা মোজাফ্ফর হোসেন চাকরিরত অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টায় মৃত্যুবরণ করেন। তিনি কোম্পানীর নিয়মানুযায়ী গ্রুপ বীমার আওতায় ছিলেন।

তার মৃত্যুর সাথে সাথেই তার নমিনি স্ত্রী আনোয়ারা বেগমের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। শাখার হিসাব কর্মকর্তা পলাশ হোসেন এসময় তার সঙ্গে ছিলেন।#