মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ১৪ জানুয়ারী ২০২১ :
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দ্বিতীয় দিনের মত নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
বদলগাছী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর রিমন আহমেদ জানান, মঙ্গলবার সকালে ও বুধবার সকালে এখানে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
তিনি জানান, মধ্যরাত থেকেই মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পুরো জেলা জুড়ে। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিনই তাপমাত্রা কমছে। বুধবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার কিছুটা রোদ উঠে। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া কয়েক দিন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#