মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১০ জানুয়ারী ২০২১ :
রোববার সকালে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সাধারণ সম্পাদক মমেনা খাতুন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।#