নওগাঁ ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় খান ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ নভেম্বর ২০২০ :

শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারের নির্বাচিত ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোÑঅপরারেশন এসডিসির আর্থিক সহায়তায়, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের সমন্বয়ে খান ফাউন্ডেশন অপরাজিতার উদ্যোগে ‘রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে নওগাঁ সদর, রাণীনগর ও বদলগাছী উপজেলার ১৫জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, শাহানাজ আক্তার নাইস, বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন, একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, খান ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অডিনেটর মোর্শেদ আলম, জেলা কো-অডিনেটর মাসুদুর রহমান, জেলা প্রোগ্রাম অফিসার নুরুজ্জামান বুলবুল, মনজিলা পারভীন, আরিফা খাতুন, আলমগীর কবীর প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেত্রী, ইউনিয়ন পর্যায়ে অপরাজিতা নারীনেত্রীদের সমন্বয়ে রাজনীতিতে অধিকহারে নারীদের সম্পৃক্তকরণ ও নির্বাচনে নারীদের মনোনয়ন দেওয়ার দাবী জানান।

খান ফাউন্ডেশন নওগাঁ সদর, রাণীনগর ও বদলগাছী উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদকে নিয়ে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করছে।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় খান ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ নভেম্বর ২০২০ :

শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারের নির্বাচিত ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোÑঅপরারেশন এসডিসির আর্থিক সহায়তায়, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের সমন্বয়ে খান ফাউন্ডেশন অপরাজিতার উদ্যোগে ‘রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে নওগাঁ সদর, রাণীনগর ও বদলগাছী উপজেলার ১৫জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, শাহানাজ আক্তার নাইস, বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন, একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, খান ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অডিনেটর মোর্শেদ আলম, জেলা কো-অডিনেটর মাসুদুর রহমান, জেলা প্রোগ্রাম অফিসার নুরুজ্জামান বুলবুল, মনজিলা পারভীন, আরিফা খাতুন, আলমগীর কবীর প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেত্রী, ইউনিয়ন পর্যায়ে অপরাজিতা নারীনেত্রীদের সমন্বয়ে রাজনীতিতে অধিকহারে নারীদের সম্পৃক্তকরণ ও নির্বাচনে নারীদের মনোনয়ন দেওয়ার দাবী জানান।

খান ফাউন্ডেশন নওগাঁ সদর, রাণীনগর ও বদলগাছী উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদকে নিয়ে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করছে।#