নওগাঁ ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় নবান্নের সাথে বাড়ছে ধানের দাম, উৎসবে মাতোয়ারা কৃষক<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর, নওগাঁ, ১৭ নভেম্বর ২০২০ :

নবান্ন বাঙালি জাতির এক অবিচ্ছেদ্য অংশ। আবহমান ঐতিহ্যের মধ্যে অন্যতম উৎসব নবান্ন। নতুন ধান ঘরে উঠানোর মধ্য দিয়ে নবান্ন উৎসবে মেতে উঠেন কৃষক।

প্রজন্মের পর প্রজন্ম ধরে অগ্রহায়ণের প্রথম দিন বিশেষ এই লৌকিক প্রথা পালিত হয়ে আসছে নওগাঁয়। বর্তমানে এ এলাকায় ধান কাটামাড়াই পুরোদমে শুরু হয়েছে।

এবার নবান্নের সময় বাজারে প্রতি মণ (৪০ কেজি) ধান ১১০০ টাকা দরে কেনাবেচা চলছে। ধানের বেশি দাম কৃষকের নবান্ন উৎসবে যোগ হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জেলার ধামইরহাট উপজেলার চিরি নদীর দুই পাড়ের কৃষকদের মাঝে পালিত হয় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। প্রতি বছরের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই দিনটিকে এলাকার কৃষকরা পালন করেন। তবে এবার ধানের দাম বেশি পাওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা। প্রতিটি গ্রামে দেখা গেছে উৎসবের আমেজ। প্রতিটি বাড়িতে গরু ও মহিষের মাংস এবং নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয়েছে ক্ষীর ও পায়েস। নবান্ন উপলক্ষে চিরি নদীর ব্রিজের পশ্চিম পাশের উত্তর রুপনারায়ণপুর গ্রামে দুইটি মহিষ জবেহ করা হয়।

উত্তর রুপনারায়ণপুর গ্রামের মাতব্বর আইয়ুব হোসেন বলেন, এলাকাবাসী এক হাজার টাকা করে চাঁদা দিয়ে দুটি মহিষ জবেহ করেছে। এক হাজার টাকা দিয়ে দুইশ পরিবারের মাঝে এ মাংস বিতরণ করা হয়। প্রতিবছর নবান্নে গ্রামে অন্যরকম উৎসব হয়ে থাকে।

ধামইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন, এবার ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফলন কিছুটা কম হলেও দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় নবান্নের সাথে বাড়ছে ধানের দাম, উৎসবে মাতোয়ারা কৃষক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর, নওগাঁ, ১৭ নভেম্বর ২০২০ :

নবান্ন বাঙালি জাতির এক অবিচ্ছেদ্য অংশ। আবহমান ঐতিহ্যের মধ্যে অন্যতম উৎসব নবান্ন। নতুন ধান ঘরে উঠানোর মধ্য দিয়ে নবান্ন উৎসবে মেতে উঠেন কৃষক।

প্রজন্মের পর প্রজন্ম ধরে অগ্রহায়ণের প্রথম দিন বিশেষ এই লৌকিক প্রথা পালিত হয়ে আসছে নওগাঁয়। বর্তমানে এ এলাকায় ধান কাটামাড়াই পুরোদমে শুরু হয়েছে।

এবার নবান্নের সময় বাজারে প্রতি মণ (৪০ কেজি) ধান ১১০০ টাকা দরে কেনাবেচা চলছে। ধানের বেশি দাম কৃষকের নবান্ন উৎসবে যোগ হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জেলার ধামইরহাট উপজেলার চিরি নদীর দুই পাড়ের কৃষকদের মাঝে পালিত হয় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। প্রতি বছরের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই দিনটিকে এলাকার কৃষকরা পালন করেন। তবে এবার ধানের দাম বেশি পাওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা। প্রতিটি গ্রামে দেখা গেছে উৎসবের আমেজ। প্রতিটি বাড়িতে গরু ও মহিষের মাংস এবং নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয়েছে ক্ষীর ও পায়েস। নবান্ন উপলক্ষে চিরি নদীর ব্রিজের পশ্চিম পাশের উত্তর রুপনারায়ণপুর গ্রামে দুইটি মহিষ জবেহ করা হয়।

উত্তর রুপনারায়ণপুর গ্রামের মাতব্বর আইয়ুব হোসেন বলেন, এলাকাবাসী এক হাজার টাকা করে চাঁদা দিয়ে দুটি মহিষ জবেহ করেছে। এক হাজার টাকা দিয়ে দুইশ পরিবারের মাঝে এ মাংস বিতরণ করা হয়। প্রতিবছর নবান্নে গ্রামে অন্যরকম উৎসব হয়ে থাকে।

ধামইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন, এবার ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফলন কিছুটা কম হলেও দাম বেশি পাওয়ায় খুশি কৃষকরা।#