মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ নভেম্বর ২০২০ :
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নওগাঁ জেলা ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার বিকেলে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত নওগাঁ জোনে জাপান ফুটবল এ্যাসোসিয়েশন জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত খেলায় গাইবান্ধা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ট্রইব্রেকারে গাইবান্ধা জেলা দল ৪-২ গোলে রাজশাহী জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়।
সন্ধ্যায় আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক হারুন অর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা শারমিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান প্রমুখ এত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন এতে সভাপতিত্ব করেন।
এই প্রথম নওগাঁ জেলা স্টেডিয়ামে নারী রেফারী দিয়ে পরিচালিত হয় মেয়েদের জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। নওগাঁ জোনে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৭টি দল অংশগ্রহণ করে। গত ৮নভেম্বর এই চ্যাম্পিয়নশীপের খেলা শুরু হয়।#