নওগাঁ ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে চায়না-৩ লেবু<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ নভেম্বর ২০২০ :

নওগাঁর রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থকরী ফসল লেবুর চাষ। এক ঘেয়েমি আবাদ থেকে কৃষকদের অধিক লাভজনক ফসল চাষের দিকে আগ্রহী করার লক্ষে কাজ করে আসছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের অনুপ্রেরণায় ও সার্বিক সহযোগিতায় উপজেলার চাষীরা বিভিন্ন জাতের লেবু চাষ শুরু করেছেন। প্রথমদিকে পরীক্ষামূলক লেবু চাষ হলেও বর্তমানে বড় পরিসরে বাণিজ্যিকভাবে এর চাষ বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে লেবুর চাহিদা অনেকগুণ বেড়ে যাওয়ায় এখন অনেক মানুষই অধিক ফলনশীল লেবু চাষের দিকে ঝুঁকছেন। ভিটামিন-সি সমৃদ্ধ রসালো লেবুর চাষ করে উপজেলার চাষীরা বর্তমানে অনেক লাভবান হচ্ছেন। আগামী মৌসুমে লেবুর চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

অধিক ফলন পাওয়ার উপায় হিসেবে চাষীদের মাঝে কৃষি অফিস থেকে চায়না-৩ জাতের চারা সরবরাহ করা হয়েছে। এই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, খরচ অনেক কম, বালাইনাশক প্রয়োগ করতে হয় কম। পরিপক্ক লেবুতে অনেক রস পাওয়া যায় এবং কম সময়ের মধ্যে অধিক ফলন পাওয়া সম্ভব।

উপজেলায় এবার প্রায় ১৭ হেক্টর জমিতে চায়না-৩ জাতসহ বিভিন্ন জাতের লেবুর চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায়, কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় আর চাষীদের নিবিড় পরিচর্যায় লেবুর ফলন বিগত বছরের তুলনায় ভালো হয়েছে। দাম বেশি এবং ঝামেলামুক্ত ফসল হওয়ায় চাষীরা দিনদিন এই লেবু চাষের দিকে মনোযোগী হচ্ছেন।

উপজেলার কুজাইল গ্রামের লেবু চাষী রফিকুল ইসলাম বলেন, ‘আমি দুই বছর ধরে শাকসবজির পাশাপাশি লেবু চাষ করতাম। তাতে লাভবান হওয়ায় গত বছর চকমুনু মৌজায় ৬ বিঘা জমি লিজ নিয়ে লেবুর চাষ করেছি। বাজারে লেবুর চাহিদা বেশি থাকায় বিশেষ করে করোনাভাইরাসের কারণে প্রতিদিন আমার জমি থেকে প্রায় ৩ হাজার পিস লেবু তুলে খুচরাা ও পাইকারি দরে বিক্রি করছি। এতে অন্যান্য ফসলের তুলনায় লেবু বিক্রি করে অধিক লাভবান হয়েছি। বাগানে যে পরিমাণ ফল আছে প্রতিদিন দেড় থেকে দুই হাজার পিস লেবু বিক্রি করছি। আগামী মৌসুমে বাগানের পরিসর বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন, ‘রফিকুল ইসলাম খুব ভালো লেবু চাষী। তার লেবুর বাগান দেখলে মন জুড়ে যায়। ফলন ভালো হওয়ায় তিনি চলতি মৌসুমে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছেন। তার লেবু চাষ দেখে প্রতিবেসীরাও লেবু চাষের দিকে আগ্রহী হচ্ছেন। তাই অন্যান্য চাষীদের প্রতি পরামর্শ এই যে, অন্য ফসলের পাশাপাশি লেবুও চাষ করতে পারেন। কারণ একই জমিতে লেবুর গাছের ফাঁকে অন্য মৌসুম ভিত্তিক ফসলও চাষ করা সম্ভব। তাই আশা করছি আগামী মৌসুমে লেবু চাষের পরিধি আরো বৃদ্ধি পাবে।#

আপলোডকারীর তথ্য

রাণীনগরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে চায়না-৩ লেবু<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:৩৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ নভেম্বর ২০২০ :

নওগাঁর রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থকরী ফসল লেবুর চাষ। এক ঘেয়েমি আবাদ থেকে কৃষকদের অধিক লাভজনক ফসল চাষের দিকে আগ্রহী করার লক্ষে কাজ করে আসছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের অনুপ্রেরণায় ও সার্বিক সহযোগিতায় উপজেলার চাষীরা বিভিন্ন জাতের লেবু চাষ শুরু করেছেন। প্রথমদিকে পরীক্ষামূলক লেবু চাষ হলেও বর্তমানে বড় পরিসরে বাণিজ্যিকভাবে এর চাষ বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে লেবুর চাহিদা অনেকগুণ বেড়ে যাওয়ায় এখন অনেক মানুষই অধিক ফলনশীল লেবু চাষের দিকে ঝুঁকছেন। ভিটামিন-সি সমৃদ্ধ রসালো লেবুর চাষ করে উপজেলার চাষীরা বর্তমানে অনেক লাভবান হচ্ছেন। আগামী মৌসুমে লেবুর চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

অধিক ফলন পাওয়ার উপায় হিসেবে চাষীদের মাঝে কৃষি অফিস থেকে চায়না-৩ জাতের চারা সরবরাহ করা হয়েছে। এই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, খরচ অনেক কম, বালাইনাশক প্রয়োগ করতে হয় কম। পরিপক্ক লেবুতে অনেক রস পাওয়া যায় এবং কম সময়ের মধ্যে অধিক ফলন পাওয়া সম্ভব।

উপজেলায় এবার প্রায় ১৭ হেক্টর জমিতে চায়না-৩ জাতসহ বিভিন্ন জাতের লেবুর চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায়, কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় আর চাষীদের নিবিড় পরিচর্যায় লেবুর ফলন বিগত বছরের তুলনায় ভালো হয়েছে। দাম বেশি এবং ঝামেলামুক্ত ফসল হওয়ায় চাষীরা দিনদিন এই লেবু চাষের দিকে মনোযোগী হচ্ছেন।

উপজেলার কুজাইল গ্রামের লেবু চাষী রফিকুল ইসলাম বলেন, ‘আমি দুই বছর ধরে শাকসবজির পাশাপাশি লেবু চাষ করতাম। তাতে লাভবান হওয়ায় গত বছর চকমুনু মৌজায় ৬ বিঘা জমি লিজ নিয়ে লেবুর চাষ করেছি। বাজারে লেবুর চাহিদা বেশি থাকায় বিশেষ করে করোনাভাইরাসের কারণে প্রতিদিন আমার জমি থেকে প্রায় ৩ হাজার পিস লেবু তুলে খুচরাা ও পাইকারি দরে বিক্রি করছি। এতে অন্যান্য ফসলের তুলনায় লেবু বিক্রি করে অধিক লাভবান হয়েছি। বাগানে যে পরিমাণ ফল আছে প্রতিদিন দেড় থেকে দুই হাজার পিস লেবু বিক্রি করছি। আগামী মৌসুমে বাগানের পরিসর বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন, ‘রফিকুল ইসলাম খুব ভালো লেবু চাষী। তার লেবুর বাগান দেখলে মন জুড়ে যায়। ফলন ভালো হওয়ায় তিনি চলতি মৌসুমে লেবু বিক্রি করে অনেক লাভবান হয়েছেন। তার লেবু চাষ দেখে প্রতিবেসীরাও লেবু চাষের দিকে আগ্রহী হচ্ছেন। তাই অন্যান্য চাষীদের প্রতি পরামর্শ এই যে, অন্য ফসলের পাশাপাশি লেবুও চাষ করতে পারেন। কারণ একই জমিতে লেবুর গাছের ফাঁকে অন্য মৌসুম ভিত্তিক ফসলও চাষ করা সম্ভব। তাই আশা করছি আগামী মৌসুমে লেবু চাষের পরিধি আরো বৃদ্ধি পাবে।#