মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ নভেম্বর ২০২০ :
বুধবার দিবাগত রাতে নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা ও অপর চারটি ক্লিনিকের ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের জন্য ক্লিনিক বন্ধের আদেশ দেয়া হয়।
বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক হাসপাতাগুলোতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল আলম। অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর এ মোর্শেদ, জেলা ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি আতোয়ার রহমান খোকা প্রমুখ তার সঙ্গে ছিলেন।
অভিযানে চিকিৎসার পরিবেশ না থাকায় সৌদিয়া হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকা, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় নওগাঁ শিশু হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের ১০ হাজার টাকা, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় মান্দা ক্লিনিকের ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশ, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় মেট্রো হাসপাতালের ৫ হাজার টাকা এবং শাহ নার্সিং হোমের ১০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।#