মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১২ নভেম্বর :
বুধবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে দোওয়া মাহফিল, ১ মিনিট নীরবতা পালন ও কেক কাটার আয়োজন করা হয়।
বেলা ১১ টায় দোয়া মাহফিল পরিচালনা করেন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন। দোয়া শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী আঞ্জুয়ারা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, সেলিম মাহমুদ রাজু, যুবলীগ নেতা আবু ইউসুফ মর্তুজা রহমান, ইনজামামুন হক সরকার শিমুল, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম বাপ্পি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা এহসান হোসেন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।#