মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১১ নভেম্বর ২০২০ :
“বাংলার প্রতিচ্ছবি” বুকে ধারণ করে মোহনা টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি ও ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ন্যাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে নওগাঁয় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মোহনা টিভির দর্শক ফোরাম ও জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতা আ.ত.ম আব্দুল্লাহেল বাকি।
বুধবার বিকাল ৫টায় জেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মো: নবীর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সিনিয়র সাংবাদিক দেশটিভির নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরবদার, জেলা মহিলা আওয়াম ীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী প্রমুখ।
শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মোহনা টেলিভিশনের ১১তম জন্মদিনের কেক কেটে সবাইকে বিতরণ করেন। #