মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১১ নভেম্বর ২০২০ :
বেশ কিছুদিন পর নওগাঁয় নতুন করে ১৪ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, নওগাঁ সদর উপজেলার ৮ জন, বদলগাছী উপজেলার ৩ জন এবং মহাদেবপুর, পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় ১ জন করে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তেরর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৪ জনে।
নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর মোর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩৫ ব্যক্তিকে। তাঁদের মধ্যে সদর উপজেলার ৩২ জন এবং মহাদেবপুর উপজেলার ৩ জন। এ নিয়ে সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৫৮৬ জন।
নতুন করে কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৩০৯ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ২৭৭ জন।
নতুন করে ১ জন সুস্থ্য হয়েছেন । এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ২৯২ জন।#