মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১১ নভেম্বর ২০২০ :
বুধবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা এডাবের উদ্যোগে সম নাগরিকত্ব শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার, এডাবের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী এ,কে,এম ওবায়দুর রহমান, নওগাঁ জেলা শাখার সভাপতি আশরাফুন নাহার সীমা, নারী নেত্রী লাবনী রানী সাহা, আদিবাসী নেতা জতীন টপ্য, আদিবাসী নেত্রী দিনমুখী টিগ্যা, ৩য় লিঙ্গের মনিকা খাতুন, গোপাল চন্দ্র রবিদাস প্রমুখ।
সেমিনারে সম নাগরিকত্বের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিস্তারিত আলোচনা করা হয়।#