মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ৯ নভেম্বর ২০২০ :
সোমবার সকালে নওগাঁর বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কন্দাল (ওল কচু, মুখী কচু, পানি কচু) ফসল উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলার ৮ ইউনিয়নের ৬০ জন কৃষক এতে অংশ নেন।
কন্দাল জাতীয় ফসল চাষে উৎসাহিতকরণ ও উৎপাদনের বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা রবিয়া নূর আহম্মেদ, বদলগাছী হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যান তত্ত্ববিদ আ.ন.ম. আনোয়ারুল ইসলাম, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এ.এফ.এম গোলাম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমা আক্তার প্রমুখ।#