নওগাঁ ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ অক্টোবর ২০২০ :

নওগাঁয় উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর নওগাঁর সদও সবজির পাইকারি হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত টাটকা শাক-সবজি নিয়ে হাটে আসেন চাষিরা। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলাসহ বেড়েছে শীতকালীন নানা সবজির সরবরাহ।

তবে তুলনামূলক দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন পাইকাররা। দাম বেশি বলে বেশি ক্রেতার দেখা পাওয়া যায়নি বাজারে।

বিক্রেতারা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে।

অন্যদিকে, হাট কর্তৃপক্ষের দাবি, মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি হলেও সময়ের সঙ্গে সঙ্গে সহনশীল হবে সবজির বাজার।#

আপলোডকারীর তথ্য

নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ অক্টোবর ২০২০ :

নওগাঁয় উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর নওগাঁর সদও সবজির পাইকারি হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত টাটকা শাক-সবজি নিয়ে হাটে আসেন চাষিরা। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলাসহ বেড়েছে শীতকালীন নানা সবজির সরবরাহ।

তবে তুলনামূলক দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন পাইকাররা। দাম বেশি বলে বেশি ক্রেতার দেখা পাওয়া যায়নি বাজারে।

বিক্রেতারা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে।

অন্যদিকে, হাট কর্তৃপক্ষের দাবি, মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি হলেও সময়ের সঙ্গে সঙ্গে সহনশীল হবে সবজির বাজার।#