মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ অক্টোবর ২০২০ :
নওগাঁয় উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর নওগাঁর সদও সবজির পাইকারি হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত টাটকা শাক-সবজি নিয়ে হাটে আসেন চাষিরা। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলাসহ বেড়েছে শীতকালীন নানা সবজির সরবরাহ।
তবে তুলনামূলক দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন পাইকাররা। দাম বেশি বলে বেশি ক্রেতার দেখা পাওয়া যায়নি বাজারে।
বিক্রেতারা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে।
অন্যদিকে, হাট কর্তৃপক্ষের দাবি, মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি হলেও সময়ের সঙ্গে সঙ্গে সহনশীল হবে সবজির বাজার।#