নওগাঁ ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় দ্বিতীয় দফা বন্যায় ভেসে গেছে ২৩ কোটি টাকার মাছ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ অক্টোবর ২০২০ :

নওগাঁ জেলায় দ্বিতীয় পর্যায়ের বন্যায় ৩২৪ জন পুকুর মালিকের ৪৪৭টি পুকুর সম্পূর্নভাবে ভেসে গেছে। মোট ৩৫১ দশমিক ৪০ হেক্টর জলাবিশিষ্ট এসব পুকুর মালিকদের ১ হাজার ৫শ ৩৬ দশমিক ৪ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এতে এসব পুকুর মালিকের আর্থিক ক্ষতি হয়েছে ২৩ কোটি ৩ লক্ষ ৩৭ হাজার টাকা।

জেলা মৎস্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ের বন্যায় পুকুর ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছিল ২৫ কোটি ৪৭ লক্ষ টাকা। দু’বারের বন্যায় এ জেলায় পুকুর ও খামার মালিকদের সর্বমোট আর্থিক ক্ষতি হয়েছে ৪৮ কোটি ৫০ লক্ষ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মো: ফিরোজ আহাম্মেদ জানিয়েছেন, দ্বিতীয় বারের বন্যায় নওগাঁ সদর ও আত্রাই উপজেলার পুকুর মালিকদের পুকুর ভেসে গিয়ে এই ক্ষতি সাধিত হয়েছে।

তিনি জানান, এই পর্যায়ে আত্রাই উপজেলার ১৭১ জন মালিকের ৩০১ হেক্টর জলাবিশিষ্ট মোট ৩৪৭টি পুকুর ভেসে গেছে। এর ফলে ১ হাজার ৪শ ৯ মেট্রিক টন মাছ ভেসে গেছে। যার আর্থিক মুল্য ২২ কোটি ৩৫ লক্ষ টাকা।

অপরদিকে নওগাঁ সদর উপজেলার ১৫৩ জন মালিকের ৫০ দশমিক ৪০ হেক্টর জলা বিশিষ্ট মোট ১০০টি পুকুর বন্যার পানিতে ভেসে গেছে। এর ফলে এসব পুকুরের ৪৬ দশমিক ৪ মেট্রিক টন মাছ ভেসে গেছে। যার আর্থিক মুল্য ৬৮ লক্ষ ৩৭ হাজার টাকা।

ভেসে যাওয়া মাছের মধ্যে রয়েছে দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল, কালবাউস, পাঙ্গাস, পাবদা, ট্যাংরা ইত্যাদি।

জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পুকুর ও পুকুর মালিকদের একটি তালিকা তৈরী করে উর্ধতন কর্ত্তৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছে। জেলা পর্যায়ের সমন্বয় কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে এসব ক্ষতিগ্রস্ত পুকুর মালিকদের সরকারি প্রনোদনা দেয়া হবে।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় দ্বিতীয় দফা বন্যায় ভেসে গেছে ২৩ কোটি টাকার মাছ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ অক্টোবর ২০২০ :

নওগাঁ জেলায় দ্বিতীয় পর্যায়ের বন্যায় ৩২৪ জন পুকুর মালিকের ৪৪৭টি পুকুর সম্পূর্নভাবে ভেসে গেছে। মোট ৩৫১ দশমিক ৪০ হেক্টর জলাবিশিষ্ট এসব পুকুর মালিকদের ১ হাজার ৫শ ৩৬ দশমিক ৪ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এতে এসব পুকুর মালিকের আর্থিক ক্ষতি হয়েছে ২৩ কোটি ৩ লক্ষ ৩৭ হাজার টাকা।

জেলা মৎস্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ের বন্যায় পুকুর ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছিল ২৫ কোটি ৪৭ লক্ষ টাকা। দু’বারের বন্যায় এ জেলায় পুকুর ও খামার মালিকদের সর্বমোট আর্থিক ক্ষতি হয়েছে ৪৮ কোটি ৫০ লক্ষ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মো: ফিরোজ আহাম্মেদ জানিয়েছেন, দ্বিতীয় বারের বন্যায় নওগাঁ সদর ও আত্রাই উপজেলার পুকুর মালিকদের পুকুর ভেসে গিয়ে এই ক্ষতি সাধিত হয়েছে।

তিনি জানান, এই পর্যায়ে আত্রাই উপজেলার ১৭১ জন মালিকের ৩০১ হেক্টর জলাবিশিষ্ট মোট ৩৪৭টি পুকুর ভেসে গেছে। এর ফলে ১ হাজার ৪শ ৯ মেট্রিক টন মাছ ভেসে গেছে। যার আর্থিক মুল্য ২২ কোটি ৩৫ লক্ষ টাকা।

অপরদিকে নওগাঁ সদর উপজেলার ১৫৩ জন মালিকের ৫০ দশমিক ৪০ হেক্টর জলা বিশিষ্ট মোট ১০০টি পুকুর বন্যার পানিতে ভেসে গেছে। এর ফলে এসব পুকুরের ৪৬ দশমিক ৪ মেট্রিক টন মাছ ভেসে গেছে। যার আর্থিক মুল্য ৬৮ লক্ষ ৩৭ হাজার টাকা।

ভেসে যাওয়া মাছের মধ্যে রয়েছে দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল, কালবাউস, পাঙ্গাস, পাবদা, ট্যাংরা ইত্যাদি।

জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পুকুর ও পুকুর মালিকদের একটি তালিকা তৈরী করে উর্ধতন কর্ত্তৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছে। জেলা পর্যায়ের সমন্বয় কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে এসব ক্ষতিগ্রস্ত পুকুর মালিকদের সরকারি প্রনোদনা দেয়া হবে।#