মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ), ২৮ অক্টোবর ২০২০ :
বুধবার বিকেলে জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার উদ্যোগে ভারশোঁ ইউনিয়নের কালিসফা কালী মন্দির মাঠে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবের আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৮ টি দল এতে তাদের ঐতিহ্যবাহী দলীয় নৃত্য পরিবেশন করে।
নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোল্লা মো: এমদাদুল হক এতে প্রধান অতিথি এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, ভারশোঁ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক নরেন পাহান প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক যোনা উরাও অনুষ্ঠান সঞ্চালনা করেন।#