নওগাঁ ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পূজা অর্চনা হচ্ছে : খাদ্যমন্ত্রী<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৬ অক্টোবর ২০২০ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে দুর্গা উৎসব চলছে। এবারের দুর্গাপূজায় শুধু পূজাই চলছে, কোন উৎসব নয়। করোনাভাইরাসের কারণে অনেক মানুষ জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পূজা অর্চনা করা হচ্ছে। আমরা এই উৎসবকে বর্জন করে মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি। মায়ের কাছে এটাই প্রার্থনা, বাংলাদেশসহ সারাবিশ্ব যেন করোনা থেকে মুক্তি পায়।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

তিনি বলেন, আবহমানকাল থেকেই এদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি। কোন অশুভ শক্তি কখনো যেন আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চিড় ধরাতে না পারে, সে লক্ষ্যে সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, ছাতরা-শীবপুর রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনা কাঁদলে বাংলাদেশ কাঁদে, শেখ হাসিনা হাসলে, দেশ হাসে। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোন উন্নয়ন হয় নাই। তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাস ও মাদক ব্যবসা করেন, তাদের জন্য রাস্তা খোলা আছে। তারা দল থেকে চলে যান। আর যারা দেশের সেবা করতে চান, তাদের আওয়ামী লীগে যোগ দেয়ার আহবান জানান তিনি।

পরে বিকেলে নিয়ামতপুর উপজেলার শিবপুরে খাদ্যমন্ত্রীর নিজ বাসভবনে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার চেয়ারম্যান, নির্বাহী অফিসার, প্রোগ্রাম অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় শীতকালে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি, সামনে ইরি ধান কাটা ও কৃষকরা যেন সময় মত সার পায়সে বিষয়ে আলোচনা করা হয়।#

আপলোডকারীর তথ্য

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পূজা অর্চনা হচ্ছে : খাদ্যমন্ত্রী<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৬ অক্টোবর ২০২০ :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে দুর্গা উৎসব চলছে। এবারের দুর্গাপূজায় শুধু পূজাই চলছে, কোন উৎসব নয়। করোনাভাইরাসের কারণে অনেক মানুষ জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে পূজা অর্চনা করা হচ্ছে। আমরা এই উৎসবকে বর্জন করে মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি। মায়ের কাছে এটাই প্রার্থনা, বাংলাদেশসহ সারাবিশ্ব যেন করোনা থেকে মুক্তি পায়।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

তিনি বলেন, আবহমানকাল থেকেই এদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি। কোন অশুভ শক্তি কখনো যেন আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চিড় ধরাতে না পারে, সে লক্ষ্যে সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, ছাতরা-শীবপুর রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনা কাঁদলে বাংলাদেশ কাঁদে, শেখ হাসিনা হাসলে, দেশ হাসে। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোন উন্নয়ন হয় নাই। তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাস ও মাদক ব্যবসা করেন, তাদের জন্য রাস্তা খোলা আছে। তারা দল থেকে চলে যান। আর যারা দেশের সেবা করতে চান, তাদের আওয়ামী লীগে যোগ দেয়ার আহবান জানান তিনি।

পরে বিকেলে নিয়ামতপুর উপজেলার শিবপুরে খাদ্যমন্ত্রীর নিজ বাসভবনে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার চেয়ারম্যান, নির্বাহী অফিসার, প্রোগ্রাম অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় শীতকালে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি, সামনে ইরি ধান কাটা ও কৃষকরা যেন সময় মত সার পায়সে বিষয়ে আলোচনা করা হয়।#