
মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) ২৬ অক্টোবর ২০২০ :
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রাচীন নিদর্শন ঐতিহাসিক হলুদ বিহার ও ধামইরহাট উপজেলার জগদ্দল বিহার ইউনেস্কোর বিশ^ ঐতিহ্যের সম্ভাব্য তালিকায় হালনাগাদ করণে সম্প্রতি বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর সভাকক্ষে এক অংশীজন সভার আয়োজন করা হয়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোছা. নাহিদ সুলতানার আহ্বানে অনুষ্ঠিত সভায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হান্নান মিয়া প্রধান অতিথি এবং বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্¦ মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার মো. আবু তাহির প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছীর পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু প্রমূখ।
বক্তারা প্রধান অতিথির নিকট দাবী করেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের খুব কাছাকাছি অবস্থিত হলুদ বিহার। সেখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভ্রমণে আসেন। পাহাড়পুরে আসা দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটে হলুদ বিহারে। এজন্য হলুদ বিহার সহ জগদ্দল বিহার বিশ^ ঐতিহ্যের তালিকায় হালনাগাদ করণের জোর দাবী জানান।
প্রধান অতিথি হলুদ বিহার ও জগদ্দল বিহারের পাশাপাশি আগ্রাদিগুণ খনন করার ঘোষণা দেন।# ।