
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৫ অক্টোবর ২০২০ :
নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টিপাতে নওগাঁর ১১ উপজেলায় পাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েেছ।
ধান কেটে ঘরে তোলার আগ মূহুর্তে হঠাৎ এ দুর্যোগে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। তারা বলছেন, কয়েক দফা বন্যায় চড়া দামে বীজ কিনে রোপণ করা ধানের ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
সপ্তাহ দেড়েক পড়েই ধান কেটে তোলার স্বপ্ন দেখছিলেন নওগাঁর বাইপাস এলাকার কৃষক হামিদুল । কিন্ত শনিবার ধান ক্ষেতে এসে হামিদুলের মতো অনেক কৃষকের স্বপ্ন দুমড়ে মুচড়ে যায়। নিম্ন চাপের সাথে দমকা বাতাসে পাকা ধানের মাথা পড়ে যায়। জমিতে পানি জমে গেছে।
বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত আর দমকা বাতাস জেলার ওপর দিয়ে বইছে। এতে নিচু এলাকার ধান পানিতে তলিয়ে গেছে।
কৃষক বলছেন, বিঘা প্রতি ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়েছে। হঠাৎ এ দুর্যোগে ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।#