মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ১ অক্টোবর ২০১৯ :
“কন্যা শিশুর অগ্রযাত্রা দেশেরজন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবস উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে।
সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আল মামুন সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপ-সহকারি প্রকৌশলী ইকরামুল বারী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মুসা মোহাম্মদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এক সময় কন্যা শিশুদের জীবন্ত হত্যা করা হতো। কিন্তু এখন কন্যা শিশুর মর্যাদা সবচেয়ে বেশি। বর্তমান সরকার মেয়েদের জন্য সকল সুযোগ-সুবিধা বিনামূল্যে দিয়ে যাচ্ছে। শুধুমাত্র পরিবার মেয়েদের দেখভাল করবে আরতার সকল দায়িত্ব সরকারের। আমরা মেয়েদের বাল্য বিয়ে দিবো না বরং মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজে মাথা উচু করে দাঁড়াতে তাদেরকে সকলকে সহযোগিতা দেওয়ার দৃঢ় প্রত্যয় নিতে হবে আমাদের তবেই এই দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। #