নওগাঁ ০২:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে পুলিশের নিরাপত্তামূলক প্রেস ব্রিফিং<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৬ অক্টোবর ২০২০ :

জাতীয় সংসদের নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আগামীকাল শনিবার উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে শুক্রবার সকালে রাণীনগর থানা পুলিশের উদ্যোগে থানা চত্ত্বওে নিরাপত্তামূলক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, উপ-নির্বাচনের এলাকা এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।#

আপলোডকারীর তথ্য

রাণীনগরে পুলিশের নিরাপত্তামূলক প্রেস ব্রিফিং<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৬ অক্টোবর ২০২০ :

জাতীয় সংসদের নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আগামীকাল শনিবার উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে শুক্রবার সকালে রাণীনগর থানা পুলিশের উদ্যোগে থানা চত্ত্বওে নিরাপত্তামূলক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, উপ-নির্বাচনের এলাকা এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।#