মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৪ অক্টোবর ২০২০ :
আগামী ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির উদ্যোগে বুধবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার কালামারা ব্রীজ হতে ধানসুরা সড়কের উভয় পার্শ্বে ২০ হাজার তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে সেখানে আয়োজিত সমাবেশে দেয়া বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশে বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে। তাল গাছ বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে। এটি রোপণের মাধ্যমে বজ্রপাতে প্রাণহানির মত ঘটনা অনেক কমে যাবে। একই সাথে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে তাঁর উদ্যোগে রোপিত হাজীনগরের ঘুঘুডাঙ্গা তাল সড়কটি এখন বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত হতে দর্শনার্থীরা আসে তাল সড়কের সৌন্দর্য উপভোগ করতে।
নতুন করে রোপিত বিশ হাজার তাল গাছ সঠিক পরিচর্যায় বাঁচিয়ে রাখলে রাস্তাগুলো যেমন দৃষ্টিনন্দন হবে তেমনি বজ্রপাতের মতো ভয়াবহ দুর্যোগে মানুষের জীবন রক্ষা করবে। গাছগুলো পরিচর্যার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং স্হানীয় জনসাধারণকে অনুরোধ করেন।
এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা মন্ত্রীর সঙ্গে ছিলেন।#