মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ১ অক্টোবর ২০১৯ :
সাংবাদিকপ্রেমী বলে পরিচিত নওগাঁর ধামইরহাট থানার এসআই আমিরুল ইসলামকে ঢাকায় র্যাব হেড কোয়ার্টারে বদলী করায় গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৮ টায় ধামইরহাট উপজেলা প্রেসকাবের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা প্রকৌশলী মো: আলী হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কাবের সভাপতি আবু মুছা স্বপন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাবের উপদেষ্টা ও সঙ্গীত গুরু মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, উপদেষ্টা জুলফিকার আলী, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আল-রাজি সমবায় সমিতির সভাপতি মোস্তফা কামাল, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলতাব হোসেন, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
পরে কাবের সকল সাংবাদিক ও প্রধান অতিথি ধামইরহাট থানার সদ্য বিদায়ী পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান এসআই আমিরুল ইসলামকে বিদায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং সঙ্গীত গুরু ও শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ বিদায়ী অতিথির সম্মানে বিদায়ী গান পরিবেশন করেন।
এ সময় উপজেলা প্রেসকাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মোতারফ হোসেন মুকুল, সহ-সভাপতি প্রভাষক শামীম রেজা, পাস্কায়েল হেমরম, যুগ্ম সম্পাদক রেজুয়ান আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী ফারুকী অরিন্দম মাহমুদ, দপ্তর সম্পাদক তাওসিফ ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ, সদস্য সাংবাদিক গাউছুল আজম, মেহেদী হাসান উজ্জল, সাইফুল ইসলাম ও ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। #