মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ২০১৯ :
শনিবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে সড়কে সচেতন তরুণ প্রজন্মের উদ্যোগে অনিয়ন্ত্রিত ও অমানবিক সুদ ব্যবসা বন্ধের দাবিতে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জহুরুল ইসলাম ইদুল, জেলা ছাত্রলীগের সাধারণ। সম্পাদক আমানুজ্জামান সিউল, সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, নওগাঁ জেলা মানবধিকার সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব প্রমুখ।
অন্যদের মধ্যে আয়োজক সংস্থার সিনিয়র সহ-সভাপতি তুহিন মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময়, তারেক, সাংঠনিক সম্পাদক তানজিদ,স্পন্দন, প্রচার সম্পাদক জিৎ, উপ-দপ্তর সম্পাদক বিশ্বজিৎ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জুয়েল, উপ-দূর্যোগ সম্পাদক হামিম, জেলা ছাত্রলীগের সদস্য আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। #