
মহাদেবপুর দর্পণ, তোফাজ্জাল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ১২ অক্টোবর ২০২০ :
সোমবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, সহ-সভাপতি বাবু ঈশ্বরচন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি হাসান মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখছেদ আলী মন্ডল, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নওগাঁ জেলা ছাত্রলীগের নেতা রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ সজল প্রমুখ।#