
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১২ অক্টোবর ২০২০ :
সোমবার সকালে নওগাঁর নিয়ামতপুর সরকারী কলেজ ক্যাম্পাসে মুজিব বর্ষ উপলক্ষে নিরাপদ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁ এবং নিরাপদ প্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুল নিয়ামতপুর শাখার যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি প্রতিবন্ধী ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়।
কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। প্রভাষক মোদাচ্ছের হোসেন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
নিরাপদ প্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুল নিয়ামতপুর শাখার প্রধান শিক্ষক দেলোয়ার হোসাইন এতে সভাপতিত্ব করেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নিরাপদ প্রতিবন্ধী অটিষ্টিক স্কুল নওগাঁর ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট ডা: গোলাম কিবরিয়া, থেরাপি সহকারী রেজাউল করিম, অপটোমেট্র্রিশিয়ান বেলাল হোসাইন, ষ্টাফ গোলাম মোস্তফা প্রমুখ।#