
মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ১২ অক্টোবর ২০২০ :
রোববার বেলা ১১ টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম এতে সভাপতিত্ব করেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এতে প্রধান অতিথি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেলা বেগম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রেজিয়া পারভীন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খালেকুজ্জামান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনাল হক, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সভায় সদস্য সংগ্রহের জন্য প্রতিটি ওয়ার্ডে ফরম ও রেজিস্টার বিতরণ করা হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম সেতু সভা সঞ্চালনা করেন। #