নওগাঁ ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে দূর্গাপুঁজায় করোনার প্রভাব

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ অক্টোবর ২০২০ :

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপুঁজায়ও পড়েছে করোনার প্রভাব। এবার করোনা পরিস্থিতির কারণে কমেছে পুঁজামন্ডবের সংখ্যা।

অন্যদিকে প্রতিমা তৈরিতে শ্রমিক খরচ, গাড়ি ভাড়া, মাটি, খড়, বাঁশ, চটের দাম বেড়ে যাওয়ায় আয়োজকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

উপজেলায় বেশিরভাগ মন্ডপের প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। আর ২-৩ দিন পরেই শুরু হবে রংতুলির কাজ। ২২ অক্টোবর শ্রীশ্রী শারদীয়া দূর্গা ষষ্ঠী পুঁজার মধ্য দিয়ে আরম্ভ। ২৬ অক্টোবর বিজয়াদশমী অন্তে পুঁজা সমাপ্ত ঘোষণা করা হবে।

ধামইরহাট পৌরসভায় ৩ টি কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির, সার্বজনীন দূর্গা (জহরমল আগরওয়ালা বাজারশিব মন্দির) মন্দির, তালঝারি নাপিত পাড়া দূর্গা মন্দিরসহ ধামইরহাট ইউনিয়নে ১ টি, জাহানপুর ইউনিয়নে ৩ টি, ইসবপুর ইউনিয়নে ৩ টি, আড়ানগর ইউনিয়নে ৬ টি, আলমপুর ইউনিয়নে ৩ টি, খেলনা ইউনিয়নে ৬ টি ও অগ্রাদ্বিগুন ইউনিয়নে ২ টিসহ মোট ২৭ টি মন্ডপে নিরাপদ দুরত্ব বজায় রেখে দুর্গাপুঁজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উপজেলা পুঁজা উদযাপন পরিষদের নেতার জানিয়েছেন।

উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী প্রদীপ কুমার আগরওয়ালা বলেন, এবার স্বাস্থ্যবিধি মেনে আমাদের পুঁজা আয়োজনের প্রস্তুতি চলছে। করোনাকালে আগের মতো বড় করে এবার উৎসবের আয়োজন করা হয়নি। করোনাকালে সকল পুঁজা মন্ডপে নিরাপদ দুরত্ব বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমা তৈরির কারিগর শ্রী পলাশ কর্মকার জানান, আমরা পাঁচজন কারিগর মিলে এখানে কাজ করছি। গত বছরের তুলনায় এবার কাজ অনেক কম। কাজ কমে গেলে খাবো কি সেটাই ভাবছি।

উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রাম জনম রবিদাস জানান, ১১ অক্টোবর পুলিশ প্রশাসনের সঙ্গে প্রস্তুতি সভার মিটিং হয়। ১২ অক্টোবর উপজেলা প্রশাসনের সাথেও অনুরুপ প্রস্তুতি সভা অনুষ্ঠতি হবে। উপজেলা ও পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোমিন বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে পুঁজামন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।#

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে দূর্গাপুঁজায় করোনার প্রভাব

প্রকাশের সময় : ০৩:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ১১ অক্টোবর ২০২০ :

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপুঁজায়ও পড়েছে করোনার প্রভাব। এবার করোনা পরিস্থিতির কারণে কমেছে পুঁজামন্ডবের সংখ্যা।

অন্যদিকে প্রতিমা তৈরিতে শ্রমিক খরচ, গাড়ি ভাড়া, মাটি, খড়, বাঁশ, চটের দাম বেড়ে যাওয়ায় আয়োজকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

উপজেলায় বেশিরভাগ মন্ডপের প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। আর ২-৩ দিন পরেই শুরু হবে রংতুলির কাজ। ২২ অক্টোবর শ্রীশ্রী শারদীয়া দূর্গা ষষ্ঠী পুঁজার মধ্য দিয়ে আরম্ভ। ২৬ অক্টোবর বিজয়াদশমী অন্তে পুঁজা সমাপ্ত ঘোষণা করা হবে।

ধামইরহাট পৌরসভায় ৩ টি কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির, সার্বজনীন দূর্গা (জহরমল আগরওয়ালা বাজারশিব মন্দির) মন্দির, তালঝারি নাপিত পাড়া দূর্গা মন্দিরসহ ধামইরহাট ইউনিয়নে ১ টি, জাহানপুর ইউনিয়নে ৩ টি, ইসবপুর ইউনিয়নে ৩ টি, আড়ানগর ইউনিয়নে ৬ টি, আলমপুর ইউনিয়নে ৩ টি, খেলনা ইউনিয়নে ৬ টি ও অগ্রাদ্বিগুন ইউনিয়নে ২ টিসহ মোট ২৭ টি মন্ডপে নিরাপদ দুরত্ব বজায় রেখে দুর্গাপুঁজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উপজেলা পুঁজা উদযাপন পরিষদের নেতার জানিয়েছেন।

উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী প্রদীপ কুমার আগরওয়ালা বলেন, এবার স্বাস্থ্যবিধি মেনে আমাদের পুঁজা আয়োজনের প্রস্তুতি চলছে। করোনাকালে আগের মতো বড় করে এবার উৎসবের আয়োজন করা হয়নি। করোনাকালে সকল পুঁজা মন্ডপে নিরাপদ দুরত্ব বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমা তৈরির কারিগর শ্রী পলাশ কর্মকার জানান, আমরা পাঁচজন কারিগর মিলে এখানে কাজ করছি। গত বছরের তুলনায় এবার কাজ অনেক কম। কাজ কমে গেলে খাবো কি সেটাই ভাবছি।

উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রাম জনম রবিদাস জানান, ১১ অক্টোবর পুলিশ প্রশাসনের সঙ্গে প্রস্তুতি সভার মিটিং হয়। ১২ অক্টোবর উপজেলা প্রশাসনের সাথেও অনুরুপ প্রস্তুতি সভা অনুষ্ঠতি হবে। উপজেলা ও পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোমিন বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে পুঁজামন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।#