
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ অক্টোবর ২০২০ :
গত ২৪ ঘন্টায় নওগাঁয় নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩১০ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্র জানায় নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ২ জন ও ধামইরহাট উপজেলায় ১ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় কেউ সুস্থ হননি। তবে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৩ জন।
এ সময় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩ জনকে। এদের মধ্যে আত্রাই উপজেলায় ২ জন ও ধামইরহাট উপজেলায় ১ জন। এ পর্যন্ত জেলায় সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৩৫ জন।
গত ২৪ ঘন্টায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৪ জনকে, এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া ব্যক্তির সংখ্যা ১৫ হাজার ৬৪৬ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৩৮৯ জন।#