মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ), ৩০ সেপ্টেম্বর ২০১৯ :
নওগাঁর রাণীনগরে ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন উপলক্ষে অন্যান্য কর্মসূচীর সাথে ৭৩ টি বৃক্ষ রোপণ করেছে। অভিনব এ কর্মসূচী স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য এনেছে।
এ উপলক্ষে শনিবার দুপুর দুইটায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলার চকাদীন মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া মাদ্রাসা প্রাঙ্গনে ৭৩ টি বৃক্ষ রোপণ করা হয়।
অন্যদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ আশিক প্রমুখ এতে অংশ নেন। #