নওগাঁ ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে দাবী’র উদ্যোগে গাছের চারা বিতরণ

মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ২০১৯ :

নওগাঁর এনজিও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিলাশবাড়ী ইউনিয়নের নাজিরপুর, দৌলতপুর ও চকসুকদেব গ্রামের সাড়ে ৬শ’ পরিবারের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন।

উন্নয়নে যুব সমাজ আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে উন্নত জাতের তেজপাতা, হাইব্রীড আমড়া, থাই পেয়ারা ও পেঁপের চারা বিতরণ করা হয়।

সমাবেশে সমৃদ্ধি কার্যক্রমের সমন্বয়কারী আবুল কালঅম আজাদ, কৃষিবিদ রাজু আহম্মেদ, রোকোনুল ইসলাম, তামান্না ইয়াসমিন, মোতাহার হোসেন, মসিউর রহমান, তারিকুল ইসলাম, প্রতাপ সিংহ এবং কর্মসূচীর স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। #

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে দাবী’র উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রকাশের সময় : ১২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ১৪ সেপ্টেম্বর ২০১৯ :

নওগাঁর এনজিও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিলাশবাড়ী ইউনিয়নের নাজিরপুর, দৌলতপুর ও চকসুকদেব গ্রামের সাড়ে ৬শ’ পরিবারের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন।

উন্নয়নে যুব সমাজ আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে উন্নত জাতের তেজপাতা, হাইব্রীড আমড়া, থাই পেয়ারা ও পেঁপের চারা বিতরণ করা হয়।

সমাবেশে সমৃদ্ধি কার্যক্রমের সমন্বয়কারী আবুল কালঅম আজাদ, কৃষিবিদ রাজু আহম্মেদ, রোকোনুল ইসলাম, তামান্না ইয়াসমিন, মোতাহার হোসেন, মসিউর রহমান, তারিকুল ইসলাম, প্রতাপ সিংহ এবং কর্মসূচীর স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। #