
মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ৬ অক্টোবর ২০২০ :
মঙ্গলবার বেলা ১১ টায় নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান মো: আজাহার আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সালেহ উদ্দিন আহমেদ, ফজলুর রহমান, শাহজাহান আলী কমল, ওসমান আলী, ইসরুল কায়েস বাদল, আব্দুস সালাম, ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক, সবদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বলেন, ‘শুধু চেয়ারম্যান নয় ইউপি সচিবদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ যেন সহজেই জন্ম বা মৃত্যু নিবন্ধন করতে পারে, সেটাই দায়িত্ববান সকলকেই নিশ্চিত করতে হবে।
ইউএনও বলেন, ‘প্রতিটি শিশুকে জন্ম নিবন্ধন ও মৃত ব্যক্তি নিবন্ধনের জন্য সরকার স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।’#