মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ৪ অক্টোবর ২০২০ :
নওগাঁর ধামইরহাটে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচী শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস বলেন, কোভিড-১৯ এর কারণে এবার ধামইরহাট উপজেলায় এলাকাভিত্তিক শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচী নেয়া হয়েছে। ৪-১৭ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচী চলবে।
প্রত্যেক দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত দুই হাজার ৩৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার একশ ২৫ মোট ২০ হাজার ১শত ৬০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ১৯৩টি কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। কোন শিশু যাতে বাদ না পড়ে সে ব্যাপারে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তৎপর রয়েছেন।#