মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ২৯ সেপ্টেম্বর ২০১৯ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালী ও কেক কাটার আয়োজন করা হয়।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সেখানে কেক কাটা হয়।
অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু খালেদ বুলু, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতু, সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক জনি আলম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, সুজন, বজলু, নিষাদ, জাহিদ, দর্পণ, সুব্রত ও উজ্জল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #