মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২৩ সেপ্টেম্বর ২০২০ :
বুধবার সকালে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে চেম্বার মিলনায়তনে ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এম, এ খালেক, সাজেদুর রহমান লালটু, মীর মোশাররফ হোসেন জুয়েল, মধুমতি ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক এনামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, অভিভাবক রিনা খাতুন, শিক্ষার্থী কথা রানী মন্ডল প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, টি-শার্ট, গিফট ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইথেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রতিবছরই জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সম্বর্ধনা দেয়া হয়। করোনা ভাইরাসের কারণে এবছর বিলম্ব হয়েছে।#