নওগাঁ ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় বাস শ্রমিকদের বিরুদ্ধে টেম্প্যু শ্রমিকদের মানববন্ধন

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ সেপ্টেম্বর ২০২০ :

নওগাঁয় মোটর বাস শ্রমিক সমিতির অবৈধ লাঠিয়াল বাহিনী দিয়ে যাত্রী, সিএনজি মালিক ও শ্রমিকদের হয়রানী, নির্যাতন এবং অবৈধ চেকপোষ্টের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন আদালতের পাশের রাস্তায় জেলা বেবী ট্যাক্সি, টেম্প্যু, অটো রিক্সা ও সিএনজি মালিক-শ্রমিক যৌথ পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

জেলা বেবী ট্যাক্সি, টেম্প্যু, অটো রিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আশিক উজ্জামান আশিক, মালিক সমিতির সভাপতি বাচ্চু সরদার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহীদুল ইসলাম, সীমান্ত রায়, বদলগাছী মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, তারা বৈধ টাকায় সিএনজি কিনে রাস্তায় নেমেছেন। অথচ মোটর বাস শ্রমিক সমিতি অবৈধ চেক পোষ্টের নামে প্রতিনিয়ত লাঠিয়াল বাহিনী দিয়ে যাত্রী, সিএনজি মালিক-শ্রমিকদের হয়রানী ও নির্যাতন করছে।

জেলার বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী সিএনজি ঘন্টার পর ঘন্টা আটকে রেখে হয়রানী করা হয়। বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবগত করানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আগামী ২৪ ঘন্টার মধ্যে দুই পক্ষকে ডেকে সমঝোতা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

অবিলম্বে সিএনজির রেজিস্ট্রেশনেরও দাবী জানান তারা।

মানববন্ধনে সহস্রাধিক মালিক-শ্রমিক অংশ নেন। পরে জেলা প্রশাসকের নিকটএকটি স্মারকলিপি পেশ করা হয়।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় বাস শ্রমিকদের বিরুদ্ধে টেম্প্যু শ্রমিকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ সেপ্টেম্বর ২০২০ :

নওগাঁয় মোটর বাস শ্রমিক সমিতির অবৈধ লাঠিয়াল বাহিনী দিয়ে যাত্রী, সিএনজি মালিক ও শ্রমিকদের হয়রানী, নির্যাতন এবং অবৈধ চেকপোষ্টের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন আদালতের পাশের রাস্তায় জেলা বেবী ট্যাক্সি, টেম্প্যু, অটো রিক্সা ও সিএনজি মালিক-শ্রমিক যৌথ পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

জেলা বেবী ট্যাক্সি, টেম্প্যু, অটো রিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আশিক উজ্জামান আশিক, মালিক সমিতির সভাপতি বাচ্চু সরদার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহীদুল ইসলাম, সীমান্ত রায়, বদলগাছী মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, তারা বৈধ টাকায় সিএনজি কিনে রাস্তায় নেমেছেন। অথচ মোটর বাস শ্রমিক সমিতি অবৈধ চেক পোষ্টের নামে প্রতিনিয়ত লাঠিয়াল বাহিনী দিয়ে যাত্রী, সিএনজি মালিক-শ্রমিকদের হয়রানী ও নির্যাতন করছে।

জেলার বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী সিএনজি ঘন্টার পর ঘন্টা আটকে রেখে হয়রানী করা হয়। বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবগত করানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আগামী ২৪ ঘন্টার মধ্যে দুই পক্ষকে ডেকে সমঝোতা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

অবিলম্বে সিএনজির রেজিস্ট্রেশনেরও দাবী জানান তারা।

মানববন্ধনে সহস্রাধিক মালিক-শ্রমিক অংশ নেন। পরে জেলা প্রশাসকের নিকটএকটি স্মারকলিপি পেশ করা হয়।#