মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ সেপ্টেম্বর ২০২০ :
নওগাঁয় মোটর বাস শ্রমিক সমিতির অবৈধ লাঠিয়াল বাহিনী দিয়ে যাত্রী, সিএনজি মালিক ও শ্রমিকদের হয়রানী, নির্যাতন এবং অবৈধ চেকপোষ্টের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন আদালতের পাশের রাস্তায় জেলা বেবী ট্যাক্সি, টেম্প্যু, অটো রিক্সা ও সিএনজি মালিক-শ্রমিক যৌথ পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জেলা বেবী ট্যাক্সি, টেম্প্যু, অটো রিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আশিক উজ্জামান আশিক, মালিক সমিতির সভাপতি বাচ্চু সরদার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহীদুল ইসলাম, সীমান্ত রায়, বদলগাছী মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তারা বৈধ টাকায় সিএনজি কিনে রাস্তায় নেমেছেন। অথচ মোটর বাস শ্রমিক সমিতি অবৈধ চেক পোষ্টের নামে প্রতিনিয়ত লাঠিয়াল বাহিনী দিয়ে যাত্রী, সিএনজি মালিক-শ্রমিকদের হয়রানী ও নির্যাতন করছে।
জেলার বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী সিএনজি ঘন্টার পর ঘন্টা আটকে রেখে হয়রানী করা হয়। বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবগত করানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আগামী ২৪ ঘন্টার মধ্যে দুই পক্ষকে ডেকে সমঝোতা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।
অবিলম্বে সিএনজির রেজিস্ট্রেশনেরও দাবী জানান তারা।
মানববন্ধনে সহস্রাধিক মালিক-শ্রমিক অংশ নেন। পরে জেলা প্রশাসকের নিকটএকটি স্মারকলিপি পেশ করা হয়।#