মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৫ জুলাই ২০২০ :
গত ২৪ ঘন্টায় নওগাঁয় নতুন করে ৬৮ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টায় জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে। এনিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১৯ জনে।
ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন, নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন, নওগাঁ সদর উপজেলায় ১৪ জন, রাণীনগর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, বদলগাছি উপজেলায় ৫ জন, পত্নীতলা উপজেলায় ১০ জন, ধামইরহাট উপজেলায় ৫ জন, নিয়ামতপুর উপজেলায় ৪ জন, সাপাহার উপজেলায় ১২ জন ও পোরশা উপজেলায় ৮ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, রাণীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৬ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছী উপজেলায় ২ জন, পত্নীতলা, ধামইরহাট ও সাপাহার উপজেলায় ১ জন করে এবং পোরশা উপজেলায় ৩ জন।
এ সময় মেয়াদ শেষ হওয়ায় কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ জন। বর্তমানে কোয়ারেনন্টিনে রয়েছেন ১ হাজার ১৫১ জন। #