মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৯ জুন ২০২০ :
নওগাঁর বদলগাছীতে নির্মাণের পর পরই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বেহাল অবস্থা দেখা দিয়েছে। নির্মাণ সামগ্রী নিম্নমানের হওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এটি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বদলগাছী উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার জবির উদ্দিন ও ডিএম এনামুল হক অভিযোগ করে বলেন, ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যওয় তিনতলা ভবনটি আমরা ব্যবহার করছি ২০১৮ সালের পহেলা নভেম্বর থেকে। কাজের গুণগত মান নিম্নমানের হওয়ায় সাবেক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে বারবার অভিযোগ করা হয়েছে। তদানিন্তন প্রকৌশলীর জোগসাজসে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ বুঝে দিয়ে পাড়ি জমায়। ফলে নির্মাণের পর থেকেই ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বীর মুক্তিযোদ্ধারা জানান, বাতাসে থাই গ্লাস খুলে পড়ে। তিন তলা বিশিষ্ট কমপ্লেক্স ভবনের নিম্নমানের থাই গ্লাস ব্য্যবহার করা হয়েছে এবং সেটিং ভালো না হওয়ায় তা নরবর করে। বৃষ্টির পানি চুইয়ে ঘরে পড়ে। ডেপুটি কমান্ডারের করে থাই গেট লাগে না। বৈদ্যুতিক বাল্বের হোল্ডার, স্লুইচ বোর্ড, স্লুইচ, ফ্যান, রেগুলেটর নিম্নমানের। টয়লেট বাথ রুমের কোমট সংযোগ পাইপ, বেসিন খুবই নিম্নমানের যা ব্যবহার করতে গেলে খুলে যায়। ভবনের প্রথম তলার কড়িডোরের পূর্বদিকের থাই গ্লাস বাতাসে খুলে পড়ে ভেঙ্গে গেছে। বিদ্যুতের মেইন স্লুইচ বোর্ড নিম্নমানের। সাব মর্সিবল মটরের ফিটিং পাইপ লাগানো হয়নি। সেটিং দেওয়া হয়েছে নিম্নমানের আইপিএস ও জেনারেটর যা শুরু থেকেই বিকল।
বীর মুক্তিযোদ্ধারা বলেন, সুযোগ সন্ধ্যানী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের নিকট বারবার অভিযোগ করা হয়েছে। সমস্যাগুলি সমাধান না করেই তিনি অন্যত্র বদলী হয়ে যান।
তারা জানান, একতলা থেকে দুতলা পর্যন্ত একটি বেসরকারী শিা প্রতিষ্ঠান মাইলস্টোন হাইস্কুলকে ভাড়া দেওয়া হয়েছে। তারা ব্যক্তিগত অর্থ খরচ করে কিছু সমস্যার সমাধান করেছেন।
জানতে চাইলে বদলগাছী উপজেলা প্রকৌশলী মকলেছুর রহমান এ সংক্রান্ত কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন, আমি আসার আগে মুক্তিযোদ্ধা সংসদের কাজ হয়েছে। তবে যে বিষয়ে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। #