মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১৫ জুন ২০২০ :
নওগাঁয় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ ১০৫ টি নমুনা পরীক্ষার ফলাফলে ওই ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। এনিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২০ এ। রবিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে নওগাঁ সদর উপজেলায় ৭ জন, বাদলগাছী উপজেলায় ৩ জন, মান্দা উপজেলায় ১ জন, রাণীনগর উপজেলায় ১ জন ও নিয়ামতপুর উপজেলায় ১ জন।
এ পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৮৬১, এর মধ্যে নিগেটিভ ৩ হাজার ৬৪১, পজিটিভ ২২০। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২৮ জন। আর সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।
উপজেলা ওয়ারী হিসাবে নওগাঁ সদর উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮৫ জন, সুস্থ্য হয়েছেন ৪১ জন, মৃত্যু বরণ করেছেন ৩ জন।
রাণীনগর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৫ জন, সুস্থ্য হয়েছেন ১৮ জন।
বদলগাছী উপজেলায় আক্রান্ত হয়েছেন ২১ জন, সুস্থ্য হয়েছেন ৮ জন।
সাপাহার উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৮ জন, সুস্থ্য হয়েছেন ১৩ জন।
পত্নীতলা উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭ জন, সুস্থ্য হয়েছেন ১১ জন।
মহাদেবপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১২ জন, সুস্থ্য হয়েছেন ১০ জন।
নিয়ামতপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১২ জন, সুস্থ্য হয়েছেন ১১ জন।
মান্দা উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১ জন, সুস্থ্য হয়েছেন ১০ জন।
আত্রাই উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০ জন, সুস্থ্য হয়েছেন ৭ জন।
ধামইরহাট উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫ জন, সুস্থ্য হয়েছেন ২ জন।
পোরশা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন, সুস্থ্য হয়েছেন ২ জন। #