মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ২৮ সেপ্টেম্বর ২০১৯ :
শনিবার বেলা ১১ টায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে থানা চত্ত্বরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দু:স্থদের মধ্যে পুঁজা উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিঞা বিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুই শতাধিক দু:স্থের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি দু:স্থদের সাথে কুশল বিনিময় করেন।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, জেলা পুঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল প্রমুখ উপস্থিত ছিলেন। #